Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি
 

১৮০৭ সালে  এই থানা স্থাপিত হয়। ১৯৬০ সালে থানা উন্নয়ন সার্কেল হিসেবে এবং ১৯৮৩ সালে উপজেলায় রূপামত্মরিত হয়।আবার থানার ক্রমবিবর্তনের ইতিহাস আলোচনা করলে দেখা যায় যে,পত্নীতলা থানা ইতি পূর্বে পশ্চিম দিনাজপুর জেলার অমত্মর্ভুক্ত ছিল।১৯১১-১৯১২ সালের দিকে পত্নীতলা থানার উত্তর পূর্বাঞ্চল নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ধামইরহাট থানা। ১৯৪৭ এর র‌্যাডক্লিফ রোয়েদাদ অনুযায়ি দেশ বিভাগের পর পত্নীতলা থানা বগুড়া জেলার অমত্মরভূক্ত হয়।১৯৪৯ সালে পত্নীতলা থানা রাজশাহী জেলার নওগাঁ মহকুমার সাথে যুক্ত হয়।অবিভক্ত ব্রিটিশ ভারত বর্ষে ওয়ারেন্ট হেষ্টিংস এর সাখে সময় কালে থানার নাম করন প্রবর্তন হয়।সে সময় পুলিশ ষ্টেশন কেবল মাত্র অপরাধ দমন কার্যক্রম চালাতো।পরবর্তীতে এর কলেবর বৃদ্ধি করে থানার উন্নয়নমুখী কার্যক্রমের জন্য থানা উন্নয়ন সার্কেল হিসেবে পৃথক ভাবে অফিস স্থাপন করে কার্যক্রম শুরু হয়।থানা উন্নয়ন সার্কেল পরবর্তী তে আপগ্রেড থানা বা মান উন্নীত থানা হিসাবে রূপামত্মরিত হয় এবং সর্বশেষ ১৯৮৩ সালে উপজেলা প্রশাসন বিকেন্দী্রকরণের মাধ্যমে উপজেলা হিসাবে পরিগণিত হয়েছে।