পত্নীতলা উপজেলা বরেন্দ্র অঞ্চল, তিস্তা পলল ও নিম্ন অঞ্চল বেমিন প্রকৃতি অঞ্চলের অর্ন্তগত সমতল ভূমি দ্বারা গঠিত। এ উপজেলায় ইসলাম ধর্মালম্বীর সংখ্যা বেশি কিছু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও উপজাতী বাস করে। এরা বাংলায় কথা বলে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা। তারা স্বতঃস্ফুর্ত হয়ে নির্বিস্মে বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে থাকে। পূজা পার্বনে প্রতিবেশী মুসলমান সম্প্রদায় হিন্দুদের সাথে সহায়তার হাত বাড়ীয়ে দেয়। পূজা পার্বন উপলক্ষে বিভিন্ন মন্দির প্রাঙ্গনে বা সংলগ্নস্থানে যাত্রা,পালা গান, বাউল গান এবং মাদারের গানের আয়োজন করা হয়। এখানে বহুকাল ধরে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির চমৎকার বন্ধন অটুট আছে।
বাঙ্গালীর জাতির বাংলা ভাষা এবং এ উপজেলায় বসবাসরত আদিবাসী জনগোষ্ঠির নিজস্ব ভাষাও উলেস্নখযোগ্য সংস্কৃতি যেমন -ক। কারাম উৎসব খ । শাহরম্নল উৎসব ও বাংলা নববর্ষের আগমনী উৎসব গ। ৯জুন বিরশা মুন্ডা দিবস ঘ। কানু দিবস ঙ।দোলপ্রনিম চ। নবান্ন উৎসব ইত্যাদি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS